South east bank ad

দাম বাড়ার প্রতিযোগিতায় ডিম আগে নাকি মুরগি আগে

 প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ক্রয়-বিক্রয়

দাম বাড়ার প্রতিযোগিতায় ডিম আগে নাকি মুরগি আগে

নিত্যপণ্যের বাজারে দিনদিন অস্বস্তি বাড়ছে। প্রায় প্রতিটি সবজির দাম এখন ৮০-১০০ টাকার উপরে। এদিকে ডিমের সাথে তাল দিয়ে দাম বাড়ছে মুরগির।

লাগামহীন হয়ে উঠেছে মুরগির বাজার। একদিনের ব্যবধানে জাত ভেদে কেজিতে ১০-২০ টাকা বেড়েছে মুরগির দাম।

শনিবার রাজধানীর কারওয়ান বাজার, ভাটারা নতুনবাজার, বাড্ডার বেশ কিছু বাজার ঘুরে দেখা যায়, কেজিতে ২০ টাকা বেড়ে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০-২৯০ টাকায়। দুদিন আগে ১৯০ টাকার ব্রয়লার মুরগি এখন ২০০-২১০ টাকা বিক্রি হচ্ছে।

আগের থেকেই বাড়তি মুরগির ডিমের দাম। হালি ৬০-৬৫ আর ডজনে বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকায়।

গাজী রাম্মন ওয়াহেদ নামে একজন ক্রেতা বলেন, প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্যের দাম। আগে একটির দাম বাড়লে আরেকটি কমতো। এখন আর কমে না। শুধু বাড়েই। যেন সবাই দাম বাড়ানোর প্রতিযোগিতায় নেমেছে। দেখছেন না, যেভাবে ডিম-মুরগির দাম বাড়ছে তাতে করে আগের প্রশ্ন ‘ডিম আগে নাকি মুরগি আগে’ নতুন রূপে সামনে আসছে।

এদিকে কাঁচা মরিচ ৪০০ টাকার উপরে বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন মানভেদে কেজিতে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ১২০ টাকায়, টমেটো কেজিতে ২৬০ থেকে ২৮০ টাকা, শসা ৮০ টাকা, পটল-ঢেঁড়স ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি।

অন্যদিকে ব্যবসায়ীরা বন্যা আর সরবরাহ ঘটতির অজুহাত দেখিয়েছেন। তারা বলছেন, বৃষ্টির প্রভাব কমায় সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। তাই দামও নিচের দিকে নামতে শুরু করেছে। আর কিছুদিন পর আরো কমে যাবে।

BBS cable ad