ছুটির দিনে বিকেল গড়াতেই জমজমাট বাণিজ্য মেলা
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের তৃতীয় দিন আজ (৩ জানুয়ারি)। প্রথম দুদিন অপেক্ষাকৃত কম দর্শক উপস্থিতি থাকলেও শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বিকেল থেকে মেলা প্রাঙ্গণে ক্রেতা ও দর্শনার্থীদের আগমন বেড়েছে।
পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) অনুষ্ঠিত এ মেলায় আজ প্রথম দিকের সময়টাতে ক্রেতাদের সংখ্যা কম ছিল। তবে দুপুরের পর থেকেই স্টলগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে। সন্ধ্যার দিকে মেলার বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টলে ক্রেতাদের বাড়তি উপস্থিতি দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, মেলার প্রবেশপথে প্রায় ৩০ জন ভলেন্টিয়ার ক্রেতাদের টিকিট চেকিং এবং তাদের মেলায় প্রবেশ নিশ্চিত করছেন।মেলার দোকানগুলোতে বিক্রয় প্রতিনিধিরা ক্রেতাদের আকর্ষণ করতে নানা কৌশল ব্যবহার করছেন। এবারের মেলায় মোট ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে, যার মধ্যে ৭টি দেশ থেকে ১১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। বিশেষত তরুণদের রফতানি বাণিজ্যে আগ্রহী করার জন্য এবারের মেলায় ‘তারুণ্যের প্যাভিলিয়ন’ স্থাপন করা হয়েছে।
মেলার প্রবেশপথে আধুনিক ই-টিকিট ব্যবস্থা করা হয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে, আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে তা রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং ১২ বছরের নিচে শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।