হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে দেশী পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। সরবরাহ কম থাকা পণ্যটির মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।
গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি দোকানেই পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ আছে। এর পরও প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়ে ৫০ টাকায় পৌঁছেছে। এক সপ্তাহ আগে এ বাজারে প্রতি কেজি দেশী পেঁয়াজের দাম ছিল ৪৪-৪৫ টাকা।
এ বিষয়ে হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকলেও পর্যাপ্ত সরবরাহ থাকায় বেশ কিছুদিন ধরেই দেশী পেঁয়াজ দিয়েই ক্রেতাদের চাহিদা মেটানো হচ্ছিল। ভরা মৌসুম থাকার কারণে চাহিদার তুলনায় দেশী পেঁয়াজের সরবরাহ ভালো থাকায় দাম স্থিতিশীল ছিল।’
দেশের সবচেয়ে বড় দেশী পেঁয়াজের মোকাম পাবনায় অবস্থিত। আবুল হাসনাত জানান, অঞ্চলটিতে পেঁয়াজের মৌসুম শেষের দিকে হওয়ায় সরবরাহ কিছুটা কমতে শুরু করেছে। এতে মোকামে পেঁয়াজের দাম আগের সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে।
এর আগে মোকামে প্রতি মণ পেঁয়াজের দাম ছিল ১ হাজার ৬০০ টাকা। বর্তমানে তা বেড়ে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকায় পৌঁছেছে। এ দামের সঙ্গে সমন্বয় রেখে বাড়তি দামে খুচরায় বিক্রি করতে হচ্ছে বলে জানান আবুল হাসনাত।