খেলার মাঠ আরো বাড়ানো হবে: ডিএসসিসি মেয়র
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
পর্যায়ক্রমে খেলার মাঠের সংখ্যা আরো বাড়ানো হবে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র (ডিএসসিসি) ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
গতাকল বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ‘ঢাকা মেয়র কাপ আন্তওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২২’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তাপস বলেন, আমাদের সন্তানরা খেলাধুলায় আরো মনোযোগী হয়েছে। এজন্য অনেকগুলো মাঠ প্রস্তুতের কাজ প্রক্রিয়াধীন আছে। ইনশাআল্লাহ, আগামী বছর যখন আমাদের তৃতীয় ঢাকা মেয়র কাপের আয়োজন করব তখন মাঠের সংখ্যা আরো বৃদ্ধি পাবে।
তিনি বলেন, আমরা গতবারও এই আয়োজন করেছি। কিন্তু এবারের আয়োজনে উত্তেজনা ও উন্মাদনা গতবারের চাইতেও বেড়ে গেছে। ঢাকা মেয়র কাপ আয়োজনের মাধ্যমে আমরা ঢাকাবাসী মাদককে ‘না’ বলেছি এবং আমাদের সন্তানদের জন্য ক্রীড়াকে ‘হ্যাঁ’ বলেছি।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবারের এই আয়োজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ৩০ লাখ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো ২ লাখ মা-বোনকে উৎসর্গ করেন।
এর আগে, অনুষ্ঠিত ফুটবলের ফাইনাল খেলায় ৯ নম্বর ওয়ার্ড ১-০ গোলে ১২ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে। এছাড়া বৃহস্পতিবার দুপুরে নগরীর গোলাপবাগ মাঠে দক্ষিণ সিটির ২ ও ৪ নম্বর ওয়ার্ডের মধ্যে ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৪ নম্বর ওয়ার্ড ৩ উইকেটে জয়লাভ করে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৫ আসনের কাজী মনিরুল ইসলাম মনু, ঢাকা-১০ আসনের শফিউল ইসলাম মহিউদ্দিন, সংরক্ষিত আসনের জিন্নাতুল বাকিয়া, দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, মধুমতি ব্যাংকের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল ও কর্পোরেশেনর সচিব আকরামুজ্জামান।