শিরোনাম

South east bank ad

ভলিবল উন্নয়নে অবদান রাখায় মেয়র আতিককে কিরগিজস্তানের সম্মাননা

 প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সিটি করপোরেশন

ভলিবল উন্নয়নে অবদান রাখায় মেয়র আতিককে কিরগিজস্তানের সম্মাননা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ভলিবল খেলার উন্নয়ন ও অলিম্পিক আন্দোলনে অবদান রাখায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামকে সম্মাননা সনদ দিল কিরগিজস্তান। কিরগিজস্তানের জাতীয় অলিম্পিক কমিটির পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয়। ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আজ মঙ্গলবার দুপুরে ডিএনসিসির প্রধান কার্যালয়ে কিরগিজস্তানের একজন প্রতিনিধি মেয়রের হাতে এই সম্মাননা সনদ তুলে দেন।

মেয়র আতিকুল ইসলাম এ সময় কিরগিজস্তান অলিম্পিক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘খেলাধুলার একটি বৈশ্বিক রূপ আছে। এটি আমাদের একই ছাতার নিচে কাজ করার সুযোগ করে দেয়। পৃথিবীর সব প্রান্তেই একই নিয়মে খেলা হয় এবং এ সময় কারও মাঝে কোনো ভেদাভেদ থাকে না।’

ডিএনসিসি মেয়র আরও বলেন, ‘পৃথিবীজুড়ে যে হানাহানি চলমান তা কেবল খেলাধুলার মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভব। কোথাও কোনো হানাহানি হবে না বরং আমাদের মাঝে জাতি ও দেশগত সম্প্রীতি বাড়বে।’

এ সময় তিনি সামনের দিনগুলোতে খেলাধুলার আন্দোলনকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এবং এশিয়ান ভলিবল কনফেডারেশনের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য।

BBS cable ad

সিটি করপোরেশন এর আরও খবর: