শিরোনাম

South east bank ad

ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযান

 প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সিটি করপোরেশন

ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযান

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

রাজধানীর মৌলভীবাজারে ফুটপাত দখল করে অস্থায়ীভাবে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানের সময় ১১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় ফুটপাত দখল করে গড়ে তোলা ৩০টি অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। এছাড়াও ফুটপাতে মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ১১টি প্রতিষ্ঠানকে (দোকান) ১১টি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও জরিমানা আদায় করা হয়েছে।

এ বিষয়ে মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, স্থায়ী হাট-বাজারগুলোতে পথচারীদের চলাচলে যেন বিঘ্ন সৃষ্টি না হয়, সে লক্ষ্যে মেয়র মহোদয়ের নির্দেশনার আলোকে আজ এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডিএসসিসি’র ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর।

BBS cable ad

সিটি করপোরেশন এর আরও খবর: