কুমিল্লা সিটির উন্নয়নে আরো ৪০০ কোটি টাকা বরাদ্দ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলামের উদ্যোগে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) উন্নয়নে আরো ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো বলেন, সভায় ১২ হাজার ১৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে মোট ১২ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি অর্থায়ন ৭ হাজার ৯৯০ কোটি ১৪ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন ৩ হাজার কোটি ৩৯ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৫৯৪ কোটি ৪৩ লাখ টাকা।
১২টির মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ৩ হাজার ৩৯৭ কোটি ৮১ লাখ টাকায় আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গর্ভন্যান্স (ইউডিসিজি) প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ প্রকল্পের আওতায় উন্নয়ন হবে নারায়ণগঞ্জ, গাজীপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশনে (কুসিক)। এর মধ্যে কুসিকের উন্নয়নে বরাদ্দ রাখা হলো ৪০০ কোটি টাকা।
আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গর্ভন্যান্স (ইউডিসিজি) প্রকল্পের আওতায় দু’টি বাস টার্মিনাল, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, ২২ কিলোমিটার ড্রেন নির্মাণ, ৮০ কিলোমিটার সড়ক বাতি লাগানো, আড়াই কিলোমিটার ফুটপাত নির্মাণের কাজ রয়েছে। এজন্য ৩৯৯ কোটি ৪৩ লাখ ৬৭ হাজার টাকা ব্যয় হবে।
এ বিষয়ে এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলামের উন্নয়ন সমন্বয়কারী মো. কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এলজিআরডিমন্ত্রী কুমিল্লাকে মনেপ্রাণে লালন ও ধারণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের অন্যতম বিশ্বস্ত প্রতিনিধি আমাদের সবার প্রিয় নেতা তাজুল ইসলাম। তিনি কুমিল্লা কেন্দ্রিক কোনো উন্নয়ন করতে পারলে তৃপ্ত হন।
কুমিল্লার উন্নয়নকে আরো গতিশীল করতে সকলকে এলজিআরডিমন্ত্রীর পাশে থাকার আহ্বান জানান মো. কামাল হোসেন।
এর আগে, কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়নে ১ হাজার ৫৩৮ কোটি ১০ লাখ টাকার প্রকল্প প্রদানের উদ্যোগ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম। এর মধ্যে ৪১২ কোটি টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়েছে।