যানজটের তীব্রতা পর্যায়ক্রমে কমবে: মেয়র তাপস
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাজধানীতে যানজটের তীব্রতা পর্যায়ক্রমে কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
বুধবার সন্ধ্যায় নগরভবনের ফোয়ারা চত্বরে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের সূচনা বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বিশিষ্ট নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে এ আয়োজন করা হয়।
এ সময় ডিএসসিসি মেয়র বলেন, যানজট নিরসনে আমরা উদ্যোগ নিয়েছি। আমরা যে কার্যক্রম ও যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছি, এর ফলে ধীরে ধীরে ইনশাআল্লাহ যানজট নিরসনের দিকে এগিয়ে যাব।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, ঢাকা-২ আসনের এমপি কামরুল ইসলাম, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, ঢাকা-৮ আসনের এমপি রাশেদ খান মেনন, ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. হেলাল উদ্দিন, রাজউক চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ অংশ নেন।