South east bank ad

জুনেই আদি বুড়িগঙ্গার চ্যানেল পুনঃখননের প্রত্যয় মেয়র তাপসের

 প্রকাশ: ০৮ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সিটি করপোরেশন

জুনেই আদি বুড়িগঙ্গার চ্যানেল পুনঃখননের প্রত্যয় মেয়র তাপসের

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

চলতি মাস জুনেই আদি বুড়িগঙ্গার চ্যানেল পুনঃখনন শুরু করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার রাজধানীর কালু নগরের কোম্পানিঘাট স্লুইস গেট পরিদর্শন শেষে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আদি বুড়িগঙ্গা পুনঃখনন কার্যক্রমের দরপত্র সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আমরা আশাবাদী, দখলমুক্ত করে জুন মাসের মধ্যেই এটি উদ্বোধন করতে পারবো। বুড়িগঙ্গার চ্যানেলে যত ধরনের দখল রয়েছে- বড় কারখানা, ব্যক্তিগত দখলসহ সব দখল মুক্ত করে পুরো আদি বুড়িগঙ্গা চ্যানেলের সীমানা নির্ধারণ করে পুনঃখনন কাজ শুরু করবো।

আগামী বর্ষা মৌসুমকে লক্ষ্য করে স্লুইস গেটগুলো সংস্কার করা হচ্ছে জানিয়ে মেয়র শেখ তাপস বলেন, স্লুইস গেটগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর প্রক্রিয়া বাকি আছে। কিন্তু বর্ষা মৌসুম তো থেমে থাকবে না। আপনারা জানেন যে, সরকারি আনুষ্ঠানিক প্রক্রিয়ায় একটু বিলম্ব হয়। কিন্তু সিদ্ধান্ত যেহেতু হয়েছে তাই এ স্লুইস গেটগুলো আমাদের হস্তান্তর করা হবে।

BBS cable ad

সিটি করপোরেশন এর আরও খবর: