ডিএনসিসি এলাকায় থাকবে না পোস্টার-ব্যানার: মেয়র আতিক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিএনসিসি এলাকায় পোস্টার-ব্যানার থাকবে না।
বৃহস্পতিবার রাজধানীর গুলশান-২ এ নগর ভবনের হলরুমে ডিএনসিসি’র ২য় পরিষদের ১৩তম কর্পোরেশনের সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ডিএনসিসি’র আওতাধীন এলাকার পোস্টার ও ব্যানার অপসারণের নির্দেশ এরই মধ্যে দেওয়া হয়েছে।
ডিএনসিসি মেয়র বলেন, ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে সব ধরনের পোস্টার ও ব্যানার অপসারণ করতে হবে। কাউন্সিলরদের সহায়তা নিয়ে আমরা একটি পরিচ্ছন্ন নগর গড়ে তুলব।
আতিকুল ইসলাম বলেন, এরই মধ্যে শহরের পরিবেশ রক্ষায় ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ দশটি অঞ্চলেই পোস্টার ও ব্যানার অপসারণ শুরু করেছে এবং বর্তমানে চলমান আছে।
সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ কাউন্সিলর এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।