South east bank ad

রিকশায় কিউআর কোডসহ ডিজিটাল নম্বর প্লেট দেব: মেয়র আতিক

 প্রকাশ: ২৯ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সিটি করপোরেশন

রিকশায় কিউআর কোডসহ ডিজিটাল নম্বর প্লেট দেব: মেয়র আতিক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে সব রিকশায় কিউআর কোডসহ ডিজিটাল নম্বর প্লেট দেব। কিউআর কোড থাকায় সব তথ্য থাকবে, এভাবে আমরা নিরাপদ চলাচলের ব্যবস্থা করতে পারবো।

বুধবার রাজধানীর একটি হোটেলে ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট’ শীর্ষক সংবাদ সম্মেলনে ডিএনসিসি মেয়র এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, প্রথম অবস্থায় ঢাকা শহরে দুই লাখ রিকশায় ডিজিটাল নম্বর প্লেট দেওয়া হবে। এ নম্বর প্লেট আসবে বাইরে থেকে, তাই নকল করার কারো সামর্থ্য নেই। ধরলেই আমরা বুঝতে পারবো নম্বর প্লেট নকল করা হয়েছে কিনা।

তিনি বলেন, ডিএনসিসি এলাকায় অধিকাংশ রিকশা অবৈধভাবে চলছে। রিকশার লাইসেন্স আছে ২৮ হাজার আর রিকশা চলে ১০ লাখ। অর্থাৎ রিকশার লাইসেন্স সবাই নকল করে চলছে। তাই এবার নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে রিকশায় ডিজিটাল নম্বর প্লেট দেওয়ার উদ্যোগ নিয়েছে ডিএনসিসি।

আতিকুল ইসলাম বলেন, আগামী মাসে উত্তর সিটি এলাকায় ডিজিটাল কার পার্কিং শুরু হবে। ‘স্মার্ট সিটি, স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ডিএনসিসি’ আপনাদের উপহার দিতে চাই।

নগরবাসীকে সতর্ক করে মেয়র বলেন, ডেঙ্গুর সময় বাড়িতে বাড়িতে ছাদবাগান চেক করা শুরু হয়েছে। গত ১০ দিন যাবত ড্রোনের মাধ্যমে প্রত্যেকটি ছাদবাগান আমরা চেক শুরু করেছি। আমরা বলতে চাই যে, যার যার বাড়ির দায়িত্ব তাকেই নিতে হবে। আমরা ওষুধ ছিটিয়ে দিচ্ছি। কিন্তু আপনার বাসায় আপনি যদি এডিস মশার জন্ম দেন, এর দায়-দায়িত্ব আপনাকে নিতে হবে। তবে জেল-জরিমানা, নিয়মিত মামলা হবে।

BBS cable ad

সিটি করপোরেশন এর আরও খবর: