South east bank ad

উমেষ দত্ত সড়ক ৫০ ফুট প্রশস্ত হচ্ছে: শেখ তাপস

 প্রকাশ: ০৬ জুলাই ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সিটি করপোরেশন

উমেষ দত্ত সড়ক ৫০ ফুট প্রশস্ত হচ্ছে: শেখ তাপস

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

পুরাতন ঢাকাবাসীর প্রত্যাশা অনুযায়ী উমেষ দত্ত সড়ককে ৫০ ফুট প্রশস্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার উমেশ দত্ত সড়কের প্রশস্তকরণে ডিএসসিসি পরিচালিত উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, পুরাতন ঢাকার চকবাজার, বকশিবাজার এলাকার উমেষ দত্ত সড়কটি অত্যন্ত সরু। সড়কটি প্রশস্তকরণ স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা। আমরা ৪০ ফুট মূল সড়ক ও দুই পাশে ৫ ফুট করে ১০ ফুট হাঁটার পথ (ফুটপাত) প্রশস্ত করার উদ্যোগ নিয়েছি। সবমিলিয়ে ৫০ ফুট প্রশস্ত একটি সড়ক পুরাতন ঢাকার মানুষকে উপহার দেব।

খেলার মাঠে পশুর হাট প্রসঙ্গে মেয়র তাপস বলেন, খেলার মাঠে হাট বরাদ্দ দিইনি। মাত্র ১০টি হাট দেওয়া হয়েছে। সেই হাটগুলোতে যদি কোনো ইজারাদার শর্ত ভঙ করে তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নেবেন।

কোরবানির পশু জবাইয়ে সুনির্দিষ্ট স্থানের বিষয়ে ডিএসসিসি মেয়র বলেন, শুধু জাজেস কোয়ার্টার ও অফিসার্স কোয়ার্টারের জন্য কোরবানির পশু জবাইয়ের তিনটি সুনির্দিষ্ট স্থানের ব্যবস্থা করছি।এছাড়া ওয়ার্ডভিত্তিক কোনো নির্দিষ্ট স্থানে পশু জবাইয়ের ব্যবস্থা করা হচ্ছে না। এলাকাবাসী ওয়ার্ডভিত্তিক পশু জবাই দেবেন। কোরবানিদাতারা ঈদের দিন দুপুর ১২টার মধ্যে পশুর বর্জ্য নির্দিষ্ট বর্জ্য সংগ্রহকারীর মাধ্যমে বর্জ্য স্থানান্তর কেন্দ্রে পৌঁছে দেবেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের এমপি সাবের হোসেন চৌধুরী, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন, অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো ও অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরা।

BBS cable ad

সিটি করপোরেশন এর আরও খবর: