South east bank ad

১৫ নভেম্বর থেকে উৎপাদন শুরু করবে রাষ্ট্রায়ত্ত ৯ চিনিকল

 প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   কনজুমার প্রোডাক্টস

১৫ নভেম্বর থেকে উৎপাদন শুরু করবে রাষ্ট্রায়ত্ত ৯ চিনিকল

আগামী ১৫ নভেম্বর থেকে পর্যায়ক্রমে আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত নয়টি চিনিকল। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এই নয়টি চিনিকল চালু হলেও দীর্ঘদিন বন্ধ থাকা ছয়টি চিনিকল চালুর কোনো উদ্যোগ নেই।

সোমবার (১১ নভেম্বর) শিল্প মন্ত্রণালয় এক গেজেট প্রকাশের মাধ্যমে চিনিকলগুলো চালুর তারিখ ঘোষণা করে।

ঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর আখ মাড়াই ও চিনি উৎপাদনে যাবে নর্থ বেঙ্গল চিনি কল লিমিটেড, ২৯ নভেম্বর রাজশাহী চিনি কল লিমিটেড ও নাটোর চিনিকল লিমিটেড, আগামী ৬ ডিসেম্বর ঝিল বাংলা চিনি কল লিমিটেড, ১৩ ডিসেম্বর ঠাকুরগাঁও চিনি কল লিমিটেড, মোবারকগঞ্জ চিনি কল লিমিটেড ও ফরিদপুর চিনি কল লিমিটেড এবং ২০ ডিসেম্বর কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও জয়পুরহাট চিনি কল লিমিটেড উৎপাদন শুরু করবে।

জানা গেছে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) অধীনে সরকারি মোট ১৫টি চিনিকল রয়েছে। এরমধ্যে ছয়টি বন্ধ থাকা চিনিকল হলো; কুষ্টিয়া চিনিকল লিমিটেড, পঞ্চগড় চিনিকল লিমিটেড, পাবনা চিনিকল লিমিটেড, রংপুর চিনিকল লিমিটেড, শ্যামপুর চিনিকল লিমিটেড ও সেতাবগঞ্জ চিনিকল লিমিটেড।

বিএসএফআইসি আগেই জানিয়েছিল বন্ধ থাকা চিনিকলগুলো তারা পর্যায়ক্রমে চালু করবে। এর মধ্যে চলতি মাড়াই মৌসুমে শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলের যেকোনো একটি চালুর কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি।

BBS cable ad

কনজুমার প্রোডাক্টস এর আরও খবর: