South east bank ad

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ার আহ্বান

 প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   কনজুমার প্রোডাক্টস

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ার আহ্বান

অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়ে মশাল মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকরা।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখা এ মশাল মিছিলের আয়োজন করে।মিছিলটি পল্টন মোড় থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ শেষে গুলিস্তান অভিমুখে গিয়ে শেষ হয়।

সমাবেশে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঢাকা মহানগরের সভাপতি আখতারুজ্জামান খান বলেন, বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যের কারণে স্বল্প আয়ের শ্রমিক-জনতা দিশেহারা। চাল-ডাল, আলু-তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের সঙ্গে তাদের আয়ের কোনো সামঞ্জস্য নেই। ফলে অনেক শ্রমিক অনাহারে দিনাতিপাত করতে বাধ্য হয়।

এ সময় অবিলম্বে সরকারকে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, সহ-সভাপতি আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।

BBS cable ad

কনজুমার প্রোডাক্টস এর আরও খবর: