South east bank ad

সেভেন রিংস্‌ সিমেন্টের ডিলার কনফারেন্স-২০২৫

 প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কনজুমার প্রোডাক্টস

সেভেন রিংস্‌ সিমেন্টের ডিলার কনফারেন্স-২০২৫

"দুর্বার যাত্রার সারথি" স্লোগানকে প্রতিপাদ্য করে সম্প্রতি কক্সবাজারের একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেলো দেশসেরা ব্র্যান্ড সেভেন রিংস্‌ সিমেন্টের ডিলার কনফারেন্স-২০২৫। তিনদিনব্যাপী বর্ণিল এই আয়োজনে অংশগ্রহণ করেন ঢাকা প্ল্যান্টের ১৮০ জন সম্মানিত পরিবেশক।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভেন রিংস্‌ সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর মিস্‌ তাহমিনা আহমেদ; ভাইস-চেয়ারম্যান জনাব শেখ রায়হান আহমেদ; ডিরেক্টর জনাব সাইফ রহমান; চিফ মার্কেটিং অফিসার জনাব মোঃ হারুন-উর-রশিদ; চিফ টেকনিক্যাল অফিসার জনাব নান্টু কুমার দে; অ্যাডভাইজার জনাব আবুল কালাম আজাদ, সিনিয়র জেনারেল ম্যানেজার (এইচ আর) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ; সিনিয়র জেনারেল ম্যানেজার (সাপ্লাই চেইন) মোঃ মাঈন উদ্দিন ঠাকুর; সিনিয়র জেনারেল ম্যানেজার এবিএম ইফতেখার আলম সিদ্দিকী; চিফ ইঞ্জিনিয়ার মোঃ গিয়াস উদ্দিন আহমেদ; মোঃ  জেনারেল ম্যানেজার (ডিডিএস-ঢাকা) সৈয়দ মনিরুল ইসলাম; জেনারেল ম্যানেজার (কর্পোরেট সেলস্) মোঃ আব্দুর রাজ্জাক; জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড এন্ড মার্কেটিং কমিউনিকেশনস্) আতিক আকবর; জেনারেল ম্যানেজার (ডিস্ট্রিবিউশন) মোঃ আব্দুস সালাম; জেনারেল ম্যানেজার (ডিজিটাাইজেশন) মোঃ মাসুদুর রহমান; জেনারেল ম্যানেজার (ডিডিএস-খুলনা) মোঃ জিয়াউল হক; জেনারেল ম্যানেজার (ফ্যাক্টরি এডমিন) মোঃ দেলোয়ার হোসেন; জেনারেল ম্যানেজার (লজিস্টিক্স) মোঃ আবুল কালাম; জেনারেল ম্যানেজার (সাপ্লাই চেইন) মোঃ শাহজাদুল করিম রিপন সহ সেভেন রিংস্ সিমেন্টের উর্ধত্বন কর্মকর্তাবৃন্দ।


এই অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশকগন তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।  সেরা পরিবেশকদের মাঝে বিশেষ পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অতঃপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজের মাধ্যমে এই আনন্দঘন মিলন মেলার পরিসমাপ্তি ঘটে।


BBS cable ad

কনজুমার প্রোডাক্টস এর আরও খবর: