কুমিল্লা ও ফেনীতে আকিজ সিরামিকসের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন
সিরামিক টাইলসের ব্র্র্যান্ড আকিজ সিরামিকসের আরো দুটি এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি কুমিল্লার নজরুল ইসলাম টাওয়ারে আকিজ সিরামিকসের বিজনেস অ্যাসোসিয়েট ‘মেসার্স হাজী স্টোর’ এবং ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে ‘দিদার টাইলস অ্যান্ড স্যানিটারি’র এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেন আকিজ বশির গ্রুপের অপারেশনস ডিরেক্টর, মোহাম্মদ খোরশেদ আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন আকিজ সিরামিকসের জিএম (সেলস) মোহাম্মদ আশরাফুল হক, আকিজ বশির গ্রুপের মার্কেটিং হেড মো. শাহরিয়ার জামান, হেড অব সেলস বিশ্বজিৎ পাল, ‘দিদার টাইলস অ্যান্ড স্যানিটারি’র স্বত্বাধিকারী মুহাম্মদ দিদারুল আলম ভূইয়াসহ সংশ্লিষ্টরা।