South east bank ad

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে “প্রজেক্ট অপ্রাইজল, সিলেকশন, মনিটরিং এন্ড ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট” শীর্ষক কর্মশালার আয়োজন

 প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে “প্রজেক্ট অপ্রাইজল, সিলেকশন, মনিটরিং এন্ড ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট” শীর্ষক কর্মশালার আয়োজন


সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি “প্রজেক্ট অপ্রাইজল, সিলেকশন, মনিটরিং এন্ড ক্রেডিট  রিস্ক  ম্যানেজমেন্ট”  শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ব্যাংকের ক্রেডিট  রিস্ক  ম্যানেজমেন্ট  ডিভিশন হতে আগত অত্যন্ত দক্ষ ও বিজ্ঞ কর্মকর্তাগণ সেশন পরিচালনা করেন। 

উক্ত কর্মশালায় সমাপনী বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন ঋণ প্রদানের ক্ষেত্রে বিবেচ্য সকল বিষয়ের প্রতিপালন করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি প্রজেক্ট  অপ্রাইজল এর ক্ষেত্রে যথাযথ নথি সংগ্রহ, ঋণগ্রহীতা নির্বাচনে সামর্থতা যাচাই এবং ধারাবাহিক পর্যবেক্ষণ দ্বারা ঋণ ঝুঁকি কমিয়ে আনার পরামর্শ প্রদান করেন। 

উক্ত কর্মশালায় বিভিন্ন শাখা হতে আগত ৪৫ জন ক্রেডিট কর্মকর্তা অংশগ্রহণ করেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: