South east bank ad

আইসিএসবির কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪১ প্রতিষ্ঠান

 প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আইসিএসবির কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪১ প্রতিষ্ঠান

বাংলাদেশে কর্পোরেট গভর্নেন্সে উৎকর্ষতা সাধন ও স্বচ্ছতা নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে ৪১টি প্রতিষ্ঠানকে কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করেছে ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারি অব বাংলাদেশ (আইসিএসবি)।

শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৩ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ, বাণিজ্য ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এ তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে ১৪টি ক্যাটাগরিতে বিজয়ী ৪১টি কোম্পানিকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. সালেহউদ্দিন আহমেদ। গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ- এই তিনটি ক্যাটাগরিতে কোম্পানিগুলোকে পুরষ্কার প্রদান করা হয়।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এই পুরস্কার কর্পোরেট শ্রেষ্ঠত্বের একটি মাপকাঠি। তিনি আইসিএসবির ভূমিকার প্রশংসা করেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার গুরুত্ব উল্লেখ করেন।

কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ বিজয়ীদের তালিকা

গোল্ড অ্যাওয়ার্ড

জেনারেল ব্যাংকিং সেক্টর: ইস্টার্ন ব্যাংক পিএলসি
নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন: আইডিএলসি ফাইন্যান্স পিএলসি
জেনারেল ইন্স্যুরেন্স: সিটি ইন্স্যুরেন্স পিএলসি
ফার্মাসিউটিক্যালস: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি
টেক্সটাইল ও আরএমজি: প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি
ফুড ও অ্যালায়েড: ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি: আইটি কনসালটেন্টস পিএলসি
ইঞ্জিনিয়ারিং কোম্পানি: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
ম্যানুফ্যাকচারিং: লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড
ফুয়েল এন্ড পাওয়ার: ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড
সার্ভিস: ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি
টেলিকমিউনিকেশন্স: গ্রামীণফোন লিমিটেড

সিলভার অ্যাওয়ার্ড

জেনারেল ব্যাংকিং সেক্টর: ব্র্যাক ব্যাংক পিএলসি
নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন: আইপিডিসি ফাইন্যান্স পিএলসি
জেনারেল ইন্স্যুরেন্স: গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি
লাইফ ইন্স্যুরেন্স: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
ফার্মাসিউটিক্যালস: দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি
টেক্সটাইল ও আরএমজি: মতিন স্পিনিং মিলস পিএলসি
ফুড ও অ্যালায়েড: অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি: এডিএন টেলিকম লিমিটেড
ইঞ্জিনিয়ারিং কোম্পানি: সিঙ্গার বাংলাদেশ লিমিটেড
ম্যানুফ্যাকচারিং: আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড
ফুয়েল এন্ড পাওয়ার: এমজেএল বাংলাদেশ পিএলসি
সার্ভিস: ইস্টার্ন হাউজিং লিমিটেড
টেলিকমিউনিকেশন্স: রবি আজিয়াটা পিএলসি

ব্রোঞ্জ অ্যাওয়ার্ড

জেনারেল ব্যাংকিং সেক্টর: সিটি ব্যাংক পিএলসি
নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন: ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি
জেনারেল ইন্স্যুরেন্স: সেনা ইন্স্যুরেন্স পিএলসি
লাইফ ইন্স্যুরেন্স: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি
ফার্মাসিউটিক্যালস: দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি
টেক্সটাইল ও আরএমজি: স্কয়ার টেক্সটাইল পিএলসি, শাশা ডেনিমস লিমিটেড
ফুড ও অ্যালায়েড: এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি: বিডিকম অনলাইন লিমিটেড, আমরা টেকনলজিস লিমিটেড
ইঞ্জিনিয়ারিং কোম্পানি: বিএসআরএম স্টিলস লিমিটেড
ম্যানুফ্যাকচারিং: ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড
ফুয়েল এন্ড পাওয়ার: লিনডে বাংলাদেশ লিমিটেড
টেলিকমিউনিকেশন্স: বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি

এই পুরস্কারগুলো সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে কোম্পানিগুলোর প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতারা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: