জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
জনতা ব্যাংকে জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির ২২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে।
এতে শাহ জাহানকে সভাপতি এবং রুহুল আমীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া কার্যকরী সভাপতি হয়েছেন এস এফ এম মুনির হোসেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৯ অক্টোবর দিলকুশা বাণিজ্যিক এলাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের শূন্যপদ পূরণ ও একটি সুসংগঠিত শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠনে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী সমমনা সর্বস্তরের কর্মকর্তাদের সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয়।
তারা জনতা ব্যাংকে কর্মরত নির্বাহী ও নবীন-প্রবীণ কর্মকর্তাদের সমন্বয়ে সংগঠনের ২২৩ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করেন।