South east bank ad

স্পেশাল ট্রেনে কৃষিপণ্য পরিবহনে সর্বোচ্চ ভাড়া যত

 প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

স্পেশাল ট্রেনে কৃষিপণ্য পরিবহনে সর্বোচ্চ ভাড়া যত

কৃষিপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ‘কৃষিপণ্য স্পেশাল’ নামে নতুন ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এই ট্রেনে সাধারণ লাগেজ ভ্যানের পাশাপাশি রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানের ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে মাছ-মাংসের মতো পচনশীল পণ্যও পরিবহন করা যাবে। স্পেশাল ট্রেনের মাধ্যমে অত্যন্ত স্বল্পমূল্যে দেশের বিভিন্ন স্থান থেকে মালামাল পরিবহন করা যাবে।

রেলওয়ে সূত্র জানায়, স্পেশাল ট্রেনে প্রতি কেজি কৃষিপণ্য খুলনা থেকে ঢাকা পর্যন্ত পরিবহনে খরচ পড়বে ১ টাকা ৪৭ পয়সা। এছাড়া যশোর থেকে ১ টাকা ৩৫ পয়সা, চুয়াডাঙ্গা থেকে ১ টাকা ৩০ পয়সা, ঈশ্বরদী থেকে ১ টাকা ৮ পয়সা, পার্বতীপুর থেকে ১ টাকা ৩৪ পয়সা, জয়পুরহাট থেকে ১ টাকা ৩০ পয়সা, সান্তাহার থেকে ১ টাকা ১৯ পয়সা, রাজশাহী থেকে ১ টাকা ১৮ পয়সা এবং রহনপুর থেকে ঢাকা পর্যন্ত ১ টাকা ৩০ পয়সা ভাড়ায় কৃষিপণ্য পরিবহন করা যাবে।

‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেনটি প্রতি মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। এছাড়া বৃহস্পতিবার সকাল ৭টায় পঞ্চগড়ের বীর মুক্তিযুদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে, শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে রহনপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। ঢাকায় আসা সবগুলো ট্রেন তেজগাঁও স্টেশনে থামবে। এর মধ্যে ট্রেনটি বুধবার ঈশ্বরদী থেকে পঞ্চগড়, শুক্রবার ঈশ্বরদী থেকে রহনপুর এবং রোববার ঈশ্বরদী থেকে খুলনা যাবে।

‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেন ছাড়াও সব আন্তঃনগর ট্রেনে প্রতিদিন কৃষিপণ্য ও মালামাল পরিবহনের জন্য লাগেজ ভ্যান সংযুক্ত করা হয়েছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: