স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৫৮তম এজিএম অনুষ্ঠিত
স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ৫৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীর সভাপতিত্বে সভায় সমাপ্ত অর্থবছরের প্রতিবেদন অনুযায়ী শেয়ারহোল্ডারদের জন্য ১১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। এ সময় ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, এমডি তপন চৌধুরী, পরিচালক কাজী ইকবাল হারুন এবং স্বতন্ত্র পরিচালক আবুল কালাম আজাদ ও মুহাম্মাদুল হক উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মো. কবির রেজা, সিএফও মো. জাহাঙ্গীর আলম এবং কোম্পানি সচিব খন্দকার হাবিবুজ্জামান।