South east bank ad

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

 প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি।
সাভারের জাতীয় স্মৃতিসৌধে গতকাল ব্যাংকের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন এমডি (ভারপ্রাপ্ত) পারসুমা আলম।
এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু করে ব্যাংকটি। এ সময় ডিএমডি হাসান তানভীর, জিএম মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মঈনুদ্দিন মাসুদ, সালামুন নেছা, আবু নাসের মো. মাসুদ ও মো. নোমান মিয়াসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া রূপালী ব্যাংক কর্মচারী সংঘের নেতৃত্বেও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: