South east bank ad

বেক্সিমকো গ্রুপের ঋণ ৫০ হাজার কোটি টাকা, খেলাপি ৫০ শতাংশ

 প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বেক্সিমকো গ্রুপের ঋণ ৫০ হাজার কোটি টাকা, খেলাপি ৫০ শতাংশ
 

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকো গ্রুপের ঋণের পরিমাণ ৫০ হাজারর ৯৮ কোটি টাকারও বেশি।

রোববার হাইকোর্টে দাখিল করা এ সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, মোট অর্থের ৫০ শতাংশেরও বেশি (২৫ হাজার ৫২৪ কোটি টাকা) এরই মধ্যে খেলাপি হিসেবে দেখানো হয়েছে। বাকি টাকাও খেলাপি হওয়ার দ্বারপ্রান্তে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, 'কিস্তি পরিশোধ না করলে শ্রেণীকৃত অর্থের বেশিরভাগই অদূর ভবিষ্যতে খেলাপি হয়ে যাবে।

প্রতিবেদনটিতে আরো ১৬টি তফসিলি ব্যাংক ও সাতটি আর্থিক প্রতিষ্ঠানের কথা তুলে ধরা হয়েছে, যেগুলো বেক্সিমকো গ্রুপকে আর্থিক সুবিধা দিয়েছে। এর মধ্যে ঋণ, পুনঃতফসিলিকরণ, ঋণের মেয়াদ বাড়ানো, অতিরিক্ত ঋণদান, ঋণপত্রসহ অন্যান্য সুবিধা রয়েছে।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জনতা ব্যাংক বেক্সিমকো গ্রুপের ২৯টি ও আইএফআইসি ব্যাংক ২৯টি প্রতিষ্ঠানকে আর্থিক সুবিধা দিয়েছে। এছাড়া ন্যাশনাল ব্যাংক ৯টি, সোনালী ব্যাংক ৪টি, অগ্রণী ব্যাংক ৪টি, এবি ব্যাংক ৪টি ও এক্সিম ব্যাংক বেক্সিমকো গ্রুপের ৫টি কোম্পানিকে আর্থিক সুবিধা দিয়েছে। অন্যান্য ব্যাংক অন্তত একটি কিংবা বেক্সিংমকো গ্রুপের একাধিক প্রতিষ্ঠানকে আর্থিক সুবিধা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, এ ধরনের চর্চা অর্থপাচার ও করফাঁকির মতো ঘটনাগুলো বৃদ্ধি করতে পারে।

ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়েও প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: