সাধারণ বিনিয়োগকারীদের ১২% লভ্যাংশ দেবে বিডি পেইন্টস
পুঁজিবাজারে এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত বিডি পেইন্টস লিমিটেড ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
পুঁজিবাজারে এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত বিডি পেইন্টস লিমিটেড ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ ঘোষণার পাশাপাশি কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ২২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৯৯ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
২০২২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি পেইন্টসের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৬২ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৩৯ কোটি ৯৭ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ২০ লাখ। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩১ দশমিক ৫৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২২ দশমিক ৮৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৫ দশমিক ৫৫ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ বৃহস্পতিবার ডিএসইতে কোম্পানিটির শেয়ার ৩৩ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১৫ টাকা ৩০ পয়সা থেকে ৬৮ টাকার মধ্যে ওঠানামা করেছে।