মেঘনা লাইফের ঋণমান ডাবল এ থ্রি
পুঁজিবাজারের বীমা খাতে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘ডাবল এ থ্রি’।
পুঁজিবাজারের বীমা খাতে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘ডাবল এ থ্রি’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, কোম্পানিটির পর্ষদ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
চলতি ২০২৪ হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর শেষে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিল ১৫১ কোটি ৭৭ লাখ টাকা দাঁড়িয়েছে, আগের বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৫৯২ কোটি ৩৮ লাখ টাকা।
সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।