মার্কেন্টাইল ব্যাংকে ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ‘ঝুঁকি সম্মেলন ২০২৪’ গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ‘ঝুঁকি সম্মেলন ২০২৪’ গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাহী কমিটির চেয়ারম্যান এমএ খান বেলাল, উদ্যোক্তা পরিচালক এম আমানউল্লাহ ও এমডি মতিউল হাসান। কেন্দ্রীয় ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিভিশনের যুগ্ম পরিচালক মাহমুদা হক ও উপপরিচালক রবিন চন্দ্র পাল রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন। স্বাগত বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি ও সিআরও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এসভিপি ও ডিসিআরও (ভারপ্রাপ্ত) মো. নাসিম আলম। এ সময় ডিএমডি আদিল রায়হান, শামীম আহম্মদ ও অসীম কুমার সাহা এবং এসইভিপি শাহ মো. সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান উপস্থিত ছিলেন।