মধুমতি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত
মধুমতি ব্যাংক পিএলসির ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৪’ সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য এ মান্নান খান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমডি ও সিইও মো. সফিউল আজম। এ সময় ব্যাংকের এএমডি শাহনেওয়াজ চৌধুরী, ডিএমডি ও সিআরও আরব ফজলুর রহমান, ডিএমডি ও সিবিও কামরুল হাসান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া পাঁচ শতাধিক কর্মকর্তা ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে যুক্ত ছিলেন।