কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করল সাউথইস্ট ব্যাংক
বিশেষ সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সঙ্গে সমন্বয় করে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।
সম্প্রতি এক অনুষ্ঠানে ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এ অর্থসহায়তা প্রান্তিক কৃষকদের হাতে তুলে দেন।
এ সময় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ হাসিব হোসাইন এবং সাউথইস্ট ব্যাংকের ডিএমডি মাছুম উদ্দিন খান ও আবিদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।