পটুয়াখালীতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের নেতৃত্বে স্কুল ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নেতৃত্বে সম্প্রতি পটুয়াখালীর কলাপাড়ায় ‘স্কুল ব্যাংকিং সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। সভাপতিত্ব করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ডিএমডি এমএম সাইফুল ইসলাম। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যলয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইকবাল মহসীন এবং উপপরিচালক মো. মাহবুব-উল আলম।