বাংলাদেশ কমার্স ব্যাংকের নতুন এমডি ও সিইও মোশারফ হোসেন
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন মোহাম্মদ মোশারফ হোসেন। এর আগে তিনি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি ও সিইও পদে কর্মরত ছিলেন।
মোশারফ হোসেন ১৯৮৭ সালে প্রবেশনারি অফিসার হিসেবে উত্তরা ব্যাংকে যোগদান করেন। কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান, স্থানীয় কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় হিসাব বিভাগ, ঋণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সংস্থাপন, ট্রেজারি, গ্রিন ব্যাংকিং ও রিসার্চ অ্যান্ড প্ল্যানিংসহ বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন। পরবর্তী সময়ে মোশারফ হোসেন ব্যাংকের হেড অব ক্রেডিট এবং প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ এএমডি হিসেবে অবসর গ্রহণ করেন।
মোশারফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে বিকম (অনার্স) এবং এমকম সম্পন্ন করেছেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকারস, বাংলাদেশের (আইবিবি) একজন অ্যাসোসিয়েট।