ওয়ান ব্যাংকের স্ট্র্যাটেজি মিট অনুষ্ঠিত
ওয়ান ব্যাংকের ‘স্ট্র্যাটেজি মিট ২০২৫’ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের উদ্বোধন করেন এমডি (চলতি দায়িত্ব) শাব্বির আহমেদ। এ সময় তিনি ব্যাংকের সার্বিক বিজনেস স্ট্র্যাটেজি সম্পর্কে বক্তব্য দেন। স্ট্র্যাটেজি মিটে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, রিলেশনশিপ ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার ও এক্সিকিউটিভরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা করপোরেট সেন্ট্রালাইজেশন ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মডিউলের মাধ্যমে ব্যাংককে সুদৃঢ় অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কৌশলগত দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে সব বিভাগীয় প্রধান ও বিজনেস হেডসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।