সোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হলো এবি ব্যাংক
সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়েতে (এসপিজি) যুক্ত হয়েছে এবি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গতকাল আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খান এবং এবি ব্যাংকের এমডি ও সিইও (ভারপ্রাপ্ত) সৈয়দ মিজানুর রহমান। এ সময় সোনালী ব্যাংকের জিএম মো. মনিরুজ্জামান ও এবি ব্যাংকের এএমডি রিয়াজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর শেষে তা হস্তান্তর করেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ডিএমডিরাসহ উভয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।