পূবালী ব্যাংক খামারবাড়ি শাখায় ইসলামী ব্যাংকিং কর্নার চালু
ইসলামী ব্যাংকিং সেবা সম্প্রসারণে পূবালী ব্যাংক পিএলসি দেশের সব শাখায় ‘ইসলামী ব্যাংকিং কর্নার’ স্থাপন করছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাজধানীর খামারবাড়ি শাখায় নান্দনিক ও গ্রাহকবান্ধব ‘ইসলামী ব্যাংকিং কর্নার’ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম। গেস্ট অব অনার ছিলেন পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী। ব্যাংকের ঢাকা উত্তর অঞ্চলের প্রধান ও মহাব্যবস্থাপক একেএম আব্দুর রকীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ব্যাংকিং উইং প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ।