ক্ষতিপূরণ চান যশোর আইটি পার্কে বিনিয়োগকারীরা
অনিয়মের কারণে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন উদ্যোক্তারা। এবার ব্যবসায়িক সে ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। গতকাল যশোর-খুলনা মহাসড়কে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান বিনিয়োগকারীরা। এ সময় হাই-টেক পার্ক অথরিটির এমডির পদত্যাগ, টেকসিটির কার্যক্রম বন্ধ, ভাড়া কমানো, ভৌতিক বিদ্যুৎ বিলের সমাধান, পার্কে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টিরও দাবি জানান তারা। তথ্য উপদেষ্টা এক সভায় টেকসিটি বাতিলের কথা জানালেও এখনো তা বাস্তবায়ন হয়নি বলেও দাবি করেন বিক্ষোভকারীরা।