আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ‘ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৫’ গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন। এমডি ও সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে পর্ষদের পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, মো. শাহীন উল ইসলাম, অধ্যাপক ড. এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এএমডি মো. রাফাত উল্লা খান এবং ডিএমডি মোহাম্মদ নাদিম, মো. আবদুল্লাহ আল মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঁঞা, মো. আমিনুল ইসলাম ভূঁঞা, মোহাম্মদ হোসেন, কাজী মাহমুদ করিম ও এসএম আবু জাফরসহ ব্যাংকের শীর্ষ নির্বাহী, জোনাল হেড এবং ২২৬টি শাখার ব্যবস্থাপকরা।