শিরোনাম

South east bank ad

নমিনিদের কাছে হস্তান্তর হবে সিটি ব্যাংক উদ্যোক্তার শেয়ার

 প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

নমিনিদের কাছে হস্তান্তর হবে সিটি ব্যাংক উদ্যোক্তার শেয়ার

সিটি ব্যাংক পিএলসির উদ্যোক্তা মো. আলী হোসেন গত ২ জানুয়ারি মারা গেছেন। তার কাছে ব্যাংকটির ২ কোটি ৫৮ লাখ ৪৮ হাজার ৫৬৬টি শেয়ার রয়েছে। তার নমিনি হিসেবে সাকিবা শবনম ডোনা ও ফারিয়া শবনম ডায়ানার অনুকূলে সমান অনুপাতে এ শেয়ার হস্তান্তর করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল ডিএসইতে সিটি ব্যাংকের শেয়ার সর্বশেষ ২৩ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৩৪৭ কোটি ৮ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৪৬০ কোটি ২৫ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে ৩০ দশমিক ৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ২৩ দশমিক ৬৭, বিদেশী বিনিয়োগকারী ৫ দশমিক ৬৬ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৪০ দশমিক ৩৩ শতাংশ শেয়ার রয়েছে।

সর্বশেষ সমাপ্ত ২০২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৮১ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৯১ পয়সায়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: