আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩০তম এজিএম অনুষ্ঠিত

আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মানোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক হোসেন মেহমুদ, হোসেন খালেদ, স্বাধীন পরিচালক আবুল কাশেম, মনোনীত পরিচালক আতাউর রহমান, ডিএমডি ওয়াইজ আর হোসেন, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, গ্রুপ সিএফও বাবলা বসু এফসিএ, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মো. সোহেল এবং কোম্পানির সচিব তৌহিদুল ইসলাম এফসিএস।
সভায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব গৃহীত হয়। কোম্পানির শেয়ারহোল্ডারদের সন্তুষ্টি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।
সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, কোম্পানির আর্থিক অবস্থান শক্তিশালী রাখতে এবং ভবিষ্যতে আরো ভালো লভ্যাংশ নিশ্চিত করতে কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া ব্যবসায়িক সম্প্রসারণ ও নতুন বিনিয়োগ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মানোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক হোসেন মেহমুদ, হোসেন খালেদ, স্বাধীন পরিচালক আবুল কাশেম, মনোনীত পরিচালক আতাউর রহমান, ডিএমডি ওয়াইজ আর হোসেন, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, গ্রুপ সিএফও বাবলা বসু এফসিএ, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মো. সোহেল এবং কোম্পানির সচিব তৌহিদুল ইসলাম এফসিএস।
সভায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব গৃহীত হয়। কোম্পানির শেয়ারহোল্ডারদের সন্তুষ্টি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।
সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, কোম্পানির আর্থিক অবস্থান শক্তিশালী রাখতে এবং ভবিষ্যতে আরো ভালো লভ্যাংশ নিশ্চিত করতে কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া ব্যবসায়িক সম্প্রসারণ ও নতুন বিনিয়োগ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।