স্ত্রী ও মেয়েকে ৫৯৩ কোটি টাকার শেয়ার উপহার দিয়েছেন ওয়ালটনের উদ্যোক্তা পরিচালক

পূর্ব ঘোষণা অনুযায়ী ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্তা পরিচালক এসএম রেজাউল আলম তার স্ত্রী ও মেয়েকে ৫৯৩ কোটি টাকার শেয়ার উপহার দিয়েছেন। গত ২২ জানুয়ারি এ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলন তিনি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ওয়ালটনের উদ্যোক্তা পরিচালক তার স্ত্রী ফাহিমা হোসনাকে ৬০ লাখ ৬০ হাজার ও মেয়ে রোশমী রুহিকে সমপরিমাণ শেয়ার উপহার দিয়েছেন। শেয়ার হস্তান্তরের দিনে গত সোমবার ডিএসইতে শেয়ারটির সমাপনী দর ছিল ৪৮৯ টাকা ৫০ পয়সা। সে হিসেব হস্তান্তরকৃত শেয়ারগুলোর দর দাঁড়ায় ৫৯৩ কোটি ২৭ লাখ।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ওয়ালটনের কর-পরবর্তী নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৩০৪ কোটি ৪৭ লাখ টাকায়, আগের হিসাব বছরে যা ছিল ৩৪০ কোটি ৩৫ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৫ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১১ টাকা ২৪ পয়সা।
চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ওয়ালটনের ইপিএস হয়েছে ৫ টাকা ১৩ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪ টাকা ৫৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬৫ টাকা ৪৭ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩৫০ শতাংশ নগদ ও উদ্যোক্তা পরিচালকদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৪ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৫ টাকা ৮৪ পয়সা।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পর্ষদ। উদ্যোক্তা পরিচালকদের জন্য ৯০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা রয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৫ টাকা ৮৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪০ টাকা ১৬ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ৩৪৩ টাকা ৭৩ পয়সায় (পুনর্মূল্যায়িত), পুনর্মূল্যায়ন ছাড়া যা ২৪২ টাকা ১৮ পয়সা।
২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালকদের ১৫০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। ২০২০-২১ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালকদের ১৭০ শতাংশ নগদ ও সাধারণ বিনিয়োগকারীদের ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৯-২০ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ২০০ শতাংশ নগদ ও উদ্যোক্তা পরিচালকদের ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়া হয়েছিল।