সাউথইস্ট ব্যাংকের ‘মিট উইথ দ্য ট্রেড লিডারস’ কর্মশালা অনুষ্ঠিত

ব্যাংক কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট ‘মিট উইথ দ্য ট্রেড লিডারস’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন। তিনি তার বক্তব্যে অংশগ্রহণকারীদের সময়মতো বৈদেশিক পেমেন্ট প্রদান ও সঠিক রিপোর্টিংয়ের গুরুত্ব উপলব্ধি করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান মো. জাহাঙ্গীর কবির, এফআই, অফশোর ব্যাংকিং ও সেন্ট্রাল ট্রেড সার্ভিসেস ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সাইমা বানু।