ন্যাশনাল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৪০তম ও ৪১তম বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জাকারিয়া তাহের, নির্বাহী কমিটির চেয়ারম্যান মুখলেসুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মো. জুলকার নায়েন, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শেখ আকতার উদ্দীন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও ব্যাংকের শেয়ারহোল্ডাররা। সভায় শেয়ারহোল্ডাররা আশা প্রকাশ করেন, ন্যাশনাল ব্যাংক শিগগিরই ঘুরে দাঁড়াবে এবং পরবর্তী বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান করতে সক্ষম হবে।