গাজীপুরে মিডল্যান্ড ব্যাংকের শাখা উদ্বোধন

গাজীপুরে মিডল্যান্ড ব্যাংক পিএলসির নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল জয়দেবপুর বাজার রোডের স্মার্ট প্লাজায় (হোল্ডিং নম্বর ১৫৪/১) এ শাখা উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামান। এ সময় ব্যাংকের প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগের প্রধান জাভেদ তারেক খান, রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রাশেদ আক্তার, গাজীপুর শাখার ব্যবস্থাপক মো. আবদুল্লাহ, গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও অন্যান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশাদুল আনোয়ার।