ইউনিয়ন ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংক পিএলসির ‘বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন ২০২৫’ সম্প্রতি ঢাকার গুলশান-১-এ অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম এফসিএ, স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য ড. শহিদুল ইসলাম জাহীদ, শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি ড. মো. আনোয়ার হোসেন মোল্লা ও অধ্যাপক এএনএম রশীদ আহমাদ। সম্মেলনে সভাপতিত্ব করেন এমডি (চলতি দায়িত্ব) শফিউদ্দিন আহমেদ।