ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। এর অংশ হিসেবে সম্প্রতি প্রধান কার্যালয়ে একটি মেলার আয়োজন করা হয়। ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচার ডিভিশনের উদ্যোগে অনুষ্ঠিত এ মেলায় এসএমই নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। ব্যাংকের এমডি আহসান জামান চৌধুরী এবং ডিএমডি ও সিওও হাসনা হেনা চৌধুরী এ মেলার উদ্বোধন করেন। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে।