শিরোনাম

South east bank ad

সাউথইস্ট ব্যাংকে মার্কেটিং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

 প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সাউথইস্ট ব্যাংকে মার্কেটিং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট রিটেইল ব্যাংকিং ও ক্রেডিট কার্ডের মার্কেটিং দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। ব্যাংক কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রতিযোগিতামূলক বাজারে কার্যকরভাবে ব্যাংকিং পণ্য বিপণনের কৌশল শেখানোই ছিল এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।

কর্মসূচির সমাপনী পর্বে ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম বক্তব্য দেন। তিনি ব্যাংকের উদ্ভাবনী চিন্তা ও গ্রাহককেন্দ্রিক উন্নয়নের কথা বলেন।

এ প্রশিক্ষণের মাধ্যমে ব্যাংকের কর্মকর্তাদের পেশাদারত্ব ও গতিশীল বাজার পরিবেশে এগিয়ে থাকার প্রত্যয় তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা রিটেইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড বিপণন কৌশল ও গ্রাহক সম্পৃক্ততার নানা বিষয় সম্পর্কে জানতে পারেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মো. ছাদেক হোসাইন উদ্বোধনী বক্তব্য দেন। কর্মসূচিতে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ৭০ জন কর্মকর্তা অংশ নেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: