সাউথইস্ট ব্যাংকে মার্কেটিং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট রিটেইল ব্যাংকিং ও ক্রেডিট কার্ডের মার্কেটিং দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। ব্যাংক কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রতিযোগিতামূলক বাজারে কার্যকরভাবে ব্যাংকিং পণ্য বিপণনের কৌশল শেখানোই ছিল এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।
কর্মসূচির সমাপনী পর্বে ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম বক্তব্য দেন। তিনি ব্যাংকের উদ্ভাবনী চিন্তা ও গ্রাহককেন্দ্রিক উন্নয়নের কথা বলেন।
এ প্রশিক্ষণের মাধ্যমে ব্যাংকের কর্মকর্তাদের পেশাদারত্ব ও গতিশীল বাজার পরিবেশে এগিয়ে থাকার প্রত্যয় তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা রিটেইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড বিপণন কৌশল ও গ্রাহক সম্পৃক্ততার নানা বিষয় সম্পর্কে জানতে পারেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মো. ছাদেক হোসাইন উদ্বোধনী বক্তব্য দেন। কর্মসূচিতে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ৭০ জন কর্মকর্তা অংশ নেন।