ব্র্যাক ব্যাংক ও বিএসআরএম গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর

ব্র্যাক ব্যাংকে ও বিএসআরএম গ্রুপের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর হয়েছে। বিভিন্ন বিশেষায়িত ব্যাংকিং সেবার মাধ্যমে শিল্প গ্রুপটির ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই এ অংশীদারত্বের উদ্দেশ্য। এ উপলক্ষে সম্প্রতি চট্টগ্রামের সদরঘাটে অবস্থিত বিএসআরএম গ্রুপের করপোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিএসআরএম গ্রুপের এমডি আমীর আলীহোসাইন এবং ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপের পরিচালক যোহায়ের তাহেরালী, হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ও কোম্পানি সচিব শেখর রঞ্জন কর এফসিএ এবং ব্র্যাক ব্যাংকের হেড অব রিজিওনাল করপোরেট কায়েস চৌধুরীসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।