মার্কেন্টাইল ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির বিভিন্ন শাখা ও বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত এ কর্মশালাটি উদ্বোধন করেন এমডি মতিউল হাসান। এ সময় স্বাগত বক্তব্য দেন ডিএমডি ও ক্যামেলকো শামীম আহমেদ। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) ফ্যাকাল্টি মাহমুদুল আমিন মাসুদ একটি সেশন পরিচালনা করেন। সঞ্চালনায় ছিলেন মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিক।