এমটিবি ও র্যানকন মোটরবাইকসের মধ্যে চুক্তি স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং র্যানকন মোটরবাইকস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর আওতায় র্যানকন মোটরবাইকসের পরিবেশকদের অর্থায়ন করবে এমটিবি। এ উপলক্ষে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এমটিবির এএমডি ও সিবিও মো. খালিদ মাহমুদ খান এবং র্যানকন মোটরবাইকসের নির্বাহী পরিচালক কাজী আশিক উর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এমটিবির ডিএমডি ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন আবদুল মাননান, হেড অব ডব্লিউবিডি-২ মো. হাবিবুর রহমান, হেড অব এসএমই ও এগ্রি ব্যাংকিং সঞ্জীব কুমার দে, হেড অব ডব্লিউবিডি-২ ইউনিট মো. নোমানুর রশীদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য, বাংলাদেশে সুজুকি মোটরসাইকেলের একমাত্র পরিবেশক র্যানকন মোটরবাইকস লিমিটেড।