ইসলামী ব্যাংকে অডিটবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে ‘ইফেক্টিভ ইন্টারনাল অডিট প্রসিডিউর ইন ব্যাংক’ শীর্ষক এক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এ কর্মশালা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান। ডিএমডি ও আইবিটিআরএর অধ্যক্ষ খোন্দকার মো. মুনীরুল আলম আল-মামুনের সভাপতিত্বে কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন এএমডি মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং ডিএমডি মো. রফিকুল ইসলাম ও মো. মাকসুদুর রহমান। এ সময় ব্যাংকের অডিট অ্যান্ড ইন্সপেকশন বিভাগের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।