South east bank ad

গ্রামীণ ব্যাংকের নতুন এমডি সরদার আকতার হামিদ

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

গ্রামীণ ব্যাংকের নতুন এমডি সরদার আকতার হামিদ

গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সরদার আকতার হামিদ। এর আগে তিনি সাজেদা ফাউন্ডেশনে চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত ছিলেন।

সরদার আকতার হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স ও ব্যাংকিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করার পর ১৯৯৫ সালে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানিতে কর্মজীবন শুরু করেন। ২০০৫ সালে তিনি ব্র্যাক ব্যাংকে যোগ দেন। পরবর্তী সময়ে ২০১৫ সালে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে ব্যাংক এশিয়ায় যোগদান করেন এবং ২০২১ সালে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি লাভ করেন।

সরদার আকতার হামিদ বিভিন্ন ব্যাংকের এমএসএমই, রিটেইল, কৃষি এবং মাইক্রোফাইন্যান্স চ্যানেল ব্যাংকিং পরিচালনায় বহুমুখী অভিজ্ঞতায় সমৃদ্ধ। এছাড়া তিনি কৌশলগত কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে মাইক্রো মার্চেন্ট ধারণার বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: