আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির শাখাগুলোর ব্যবসা পর্যালোচনা সভা গত মঙ্গলবার ঢাকায় প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ সময় পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় পর্ষদ পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ এবং এমডি (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ডিএমডি আবদুল্লাহ আল মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঞা, মোহাম্মদ হোসেন, এসএম আবু জাফরসহ ব্যাংকের করপোরেট ও এডি শাখাগুলোর ব্যবস্থাপক, জোনাল হেড এবং শীর্ষ নির্বাহীরা। সভায় ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার করপোরেট সুশাসনের ওপর জোর দেন। পাশাপাশি ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টেকসই প্রবৃদ্ধি অর্জনে মনোযোগী হওয়ার জন্য শাখা ব্যবস্থাপকদের নির্দেশ দেন।